ইউরো ২০২০ এর গ্রুপ অফ ডেথ এর খেলায় কাল জার্মান রা মুখোমুখি হয়েছিলো পর্তুগিজদের। খেলার ১৫ মিনিট এর সময় রোনালদোর গোল এগিয়ে গেলেও জার্মানরা শক্তভাবে খেলায় ফিরে আশে এর কিছু সময় পরেই রাফায়েল গিরেরুর একুয়ালাইজিং গোল এ । এর ঠিক পরপরই যেনো জার্মানরা নিজেদের ফিরে পাওয়া শুরু করে । আর এক একে আরো তিন গোল দিয়ে দেয় পর্তুগিজ জালে । তবে এর মধ্যে দ্বিতীয়ও গোলটি আবার আত্ঘাতি। খেলার দ্বিতীয়ও অর্ধে পর্তুগিজরা একটি গোল পরিশোধ করে খেলার ব্যবধান কিছুটা কমাতে পেরেছিল।
0 মন্তব্যসমূহ