ইউরো ২০২১ঃ টিম গুলোর অবস্থান ও পরবর্তী খেলা গুলোর সময়সুচি!


বড় টুর্নামেন্ট এর শেষ ম্যাচ গুলো সব সময় খুব উত্তেজনাপূর্ণ আর ঘটনাবহুল হয়ে থাকে। আমরা এখন ইউরো ২০২১ এর ঠিক সেই জায়গায় দাড়িয়ে আছি। যেখানে উপরের দুই দল পরবর্তী ধাপে যাবে আর নিঝেদের শ্রেষ্ঠ প্রমান করতে মরিয়া প্রাণপণ লড়াইয়ে নামবে । আর দর্শক রাও সেই লড়াইয়ের মজা নিতে উন্মুখ হয়ে থাকে। এর আরেকটি বড় কারন হচ্ছে ম্যাচ এর নিশ্চিত ফল বের  করে আনা  যদি ম্যাচটি সমানে সমানে শেষ হয় যা ম্যাচ এর উত্তেজনা কে বহুগুণ বাড়িয়ে দেয়।

চলুন দেখে আসি গ্রুপ গুলোর সর্বশেষ অবস্থান(X=দলগুলো যারা রাউন্ড ১৬ এ যাওয়া নিশ্চিত করেছে)

ইউরো ২০২১ঃ টিম গুলোর অবস্থান

গ্রুপ এ

TeamPTSGPWLDGFGAGD
1. Italy-X9330070+7
2. Wales-X4311132+1
3. Switzerland-X4311145-1
4. Turkey0303018-7

ইতালির (৯ pts) এর পথচলাঃ 

  • ইতালি নক আউট রাউন্ড আগেই নিশ্চিত করেছে। কিন্তু ওয়েলস সাথে ১-০ গোল এর জয় তাদের কে পরবর্তী রাউন্ড এ জেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। 

ওয়েলস র (৪ pts) এর পথচলা:

  • ওয়েলস এ গ্রুপ এর দ্বিতীয় অবস্থান এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। যদিও তারা ইতালির সাথে গ্রুপ পর্বে হেরেছে। আর সুইজারল্যান্ড এর সাথে ড্র । সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও গোল গড়ে এ তারা দ্বিতীয় পর্বে যায় । আর এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও দ্বিতীয় পর্বের টিকিট পেয়েছে। এর অপর দল তুরস্ক কোন পয়েন্ট পায়নি।

 গ্রুপ বি 

TeamPTSGPWLDGFGAGD
1. Belgium-X9330071+6
2. Denmark-X3312054+1
3. Finland3312013-2
4. Russia3312027-5

বেলজিয়াম এর (৯ pts) পথচলা :

  • গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। 

ডেনমার্ক এর (৩ pts) পথচলা :

  • এই গ্রুপ এ দ্বিতীয় অবস্থান এর জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়।এর কারন পরের ৩ দল ই একটা করে ম্যাচ জিতে পুরো ৩ পয়েন্ট করে পায় কিন্তু গোল বেশি হওয়ায় ডেনমার্ক দ্বিতীয় পর্ব নিশ্চিত করে। 

গ্রুপ সি  

TeamPTSGPWLDGFGAGD
1. Netherlands-X9330082+6
2. Austria-X6321043+1
3. Ukraine-X3312045-1
4. North Macedonia0303028-6

নেদারল্যান্ড এর পথচলা :

  • গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ড। 

অস্ট্রিয়া র পথচলা :
  • আর দ্বিতীয় দল হিসেবে অস্ট্রিয়া ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে।  সাথে ইউক্রেন ও তৃতীয় দল হিসেবে রাউন্ড ১৬ এ যায়

গ্রুপ ডি

TeamPTSGPWLDGFGAGD
1. England-X7320120+2
2. Croatia-X4311143+1
3. Czech Republic-X4311132+1
4. Scotland1302115-4

ইংল্যান্ড এর পথচলা :

  • তিন ম্যাচ থেকে দুই জয় আর এক ড্র তে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যায় ফুটবল এর জনকরা। 

ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিক :

  • দুই দলই এই গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের দাবীদার কারন দুলই একটি করে ম্যাচ এ জয়  আর একটি ম্যাচ এ ড্র করে ৪ পয়েন্ট করে পায়। আর তাদের গোল গড় ও সমান +১। তাই দুই দল ই দ্বিতীয় রাউন্ড এর টিকিট পেয়েছে।

গ্রুপ ঈ 

TeamPTSGPWLDGFGAGD
1. Sweden-X6320142+2
2. Spain-X5310261+5
3. Slovakia3312027-5
4. Poland1302146-2

সুইডেন এর (৭ pts) পথচলা :

  • সুইডেন তিন খেলায় দুটি জয় আর এক পরাজয় এ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে পৌঁছে যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। 

স্পেন এর (৫ pts) পথচলা :

  • দুই খেলায় এক জয় ও দুই ড্র নিয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে স্পেন দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। 

গ্রুপ এফ 

TeamPTSGPWLDGFGAGD
1. France-X5310243+1
2. Germany-X4311165+1
3. Portugal-X4311176+1
4. Hungary2301236-3

ফ্রান্স এর (৫ pts) পথচলা :

  • তিন খেলায় এক জয় আর দুই ড্র তে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। গ্রুপ অফ ডেথ এ অপর দল হিসেবে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে যায় জার্মানি। আর তৃতীয় দল হিসেবে পরের গ্রুপ এ যায় পর্তুগাল ও।

রাউন্ড ১৬ এর খেলার সময়সুচি

Round of 16

DateMatchTime (TV channels)Stream
Sat, June 26RD16 #1: Wales vs. Denmark12 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Sat, June 26RD16 #2: Italy vs. Austria3 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Sun, June 27RD16 #3: Netherlands vs. Czech Republic12 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Sun, June 27RD16 #4: Belgium vs. Portugal3 pm ET (ABC, Univision, TUDN)fuboTV , ESPN app, ESPN3, TUDN.tv
Mon, June 28RD16 #5: Croatia vs. Spain12 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Mon, June 28RD16 #6: France vs. Switzerland3 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Tues, June 29RD16 #7: England vs. Germany12 pm ET (ESPN)fuboTV , ESPN app, PrendeTV
Tues, June 29RD16 #8: Sweden vs. Ukraine3 pm ET (ESPN, Univision, TUDN)fuboTV , ESPN app, TUDN.tv

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ